বিনোদন

ডঃ অর্জুনকে দেখেই আনন্দে মন ভরে গেল দীপার! আগে থেকেই কি তারা একে অপরকে চেনে?

 

স্টার জলসার এক ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। দীপা।দীপা ও সূর্যর এই মন্দিরে দেখা হয়েছিল তারপর থেকেই তাদের জীবন নতুন করে শুরু হয়েছিল। কিন্তু এত আনন্দের মধ্যেই আবার বিপাকে ফোন করছে মিশকা। আবারো কি মতলবে ফোন করছে মিশকা। দীপাবলি উপলক্ষে সেনগুপ্ত পরিবারের সবাই আবারও একসঙ্গে বাজে পরিয়ে খাওয়া দাওয়া করে অনেক মজা করছে।

মিশকার ব্যথা উঠেছে ঠিক তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেহেতু মিশকার বেবি প্রিম্যাচিউর তাই তাকে সকলে সামনে আনতে পারছে না। তবে মিশকার ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ার জন্যই ডঃ অর্জুনকে এই কেস দেওয়া হয়েছে দীপার গলা শুনে ডক্টর অর্জুনের মনে হল তবে কি এটা দীপা।

ডক্টর অর্জুন দীপার কথা ভাবছে তার মনে হয় তার গাড়ির ঠিক পিছনের গাড়িটাতেই দীপা রয়েছে আর দীপা বসে তার কথা ভাবছে এমনটা তো হতেই পারে।

Related Articles