বিনোদন

ট্রেনে প্রথম দেখা, সেখানেই বিয়ে করে সারা দেশকে অবাক করে দিলেন এই যুগল!

 

ট্রেনকে দেশের জীবনরেখা বলা হয়। কারণ, এর মাধ্যমে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। ট্রেনেই জন্ম হয়, মৃত্যু হয়, ব্যবসা হয়, প্রেম হয়, বিয়ে হয়। তবে চলন্ত ট্রেনে বিয়ে হওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের আসানসোল-জাসিডি ট্রেনে।

গত ৩ ডিসেম্বর, রবিবার দুপুরে আসানসোল থেকে জাসিডি যাওয়ার পথে ট্রেনের একটি কামড়ায় বিয়ের অনুষ্ঠান হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, বর-কনে একে অপরের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের ঘিরে ছিলেন নিত্যযাত্রী থেকে বর-কনের বন্ধু-স্বজনেরা।

বিয়ের অনুষ্ঠানটি খুবই সাধারণ ছিল। বর-কনে কোনো রকম সাজগোজ করেননি। বর-কনের পরিবারও খুব বেশি লোক নিয়ে আসেননি। অনুষ্ঠানটি খুব দ্রুত সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই এই যুগলের সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। কেউ কেউ বলেন, বিয়ের খরচ সাশ্রয়ের জন্য এমনটি করা হয়েছে। আবার কেউ কেউ বলেন, এটি ট্রেনের বহুমুখী ব্যবহারের একটি উদাহরণ। আসানসোল ডিভিশনের আরপিএফের এক কর্তা বলেন, বিয়ের অনুষ্ঠানটি আইনের লঙ্ঘন করেনি। তাই তাদের কোনো আপত্তি নেই।

Related Articles