‘টুয়েলভথ ফেল’-এ ‘পথের পাঁচালী’র ছায়া, কিভাবে? জানালেন পরিচালক

বক্স অফিসে তেইশের ব্যবসা করে মাস্টারস্ট্রোক খেলেছেন পরিচালক বিধুবিনোদ চোপড়া ও নায়ক বিক্রান্ত মাসে। এই ছবিতে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র ছায়া দেখা যায়। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ‘পথের পাঁচালী’র সুর ব্যবহার করার কথাও ছিল। কিন্তু শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন পরিচালক।
এক সাক্ষাৎকারে বিধুবিনোদ চোপড়া জানান, ‘টুয়েলভথ ফেল’-এর প্রথম এডিটে তিনি ‘পথের পাঁচালী’র মিউজিক ব্যবহার করেছিলেন। কিন্তু শেষমেশ মনে হয়েছিল, তা ঠিক হচ্ছে না। কারণ ‘পথের পাঁচালী’ একটি পুরনো ছবি। সে সময়ের সঙ্গীতের সাথে বর্তমান সময়ের সঙ্গীতের মিল নেই।
এই সমস্যা সমাধানের জন্য বিধুবিনোদ চোপড়া সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রকে নিয়ে কাজ শুরু করেন। শান্তনু মৈত্র মাত্র তিনটি বাদ্যযন্ত্র ব্যবহার করেছিলেন। সেগুলো হল সেতার, সরোদ আর বাঁশি। কারণ এই তিনটি বাদ্যযন্ত্রই রবিশঙ্কর ব্যবহার করেছিলেন ‘পথের পাঁচালী’তে।
কিন্তু কিছুতেই সুর ঠিক হচ্ছিল না। শেষমেশ বিধুবিনোদ চোপড়া বুঝতে পারেন, সমস্যাটা সেতারের মধ্যে। কারণ সেতারটি ছিল নতুন। সেতারের সুর ‘পথের পাঁচালী’র সুরের সাথে মিলছিল না।