বিনোদন

টলিপাড়ার একঝাঁক তারকা নিজের পরবর্তী ছবি বানাতে চলেছেন সৃজিত!

 

টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির খবর প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষ। ছবিটি পরিচালনা করবেন সৃজিত নিজেই।

ছবিটি নাকি ভিন্ন স্বাদের থ্রিলার। পরিচালক নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবির মহিলা চরিত্রাভিনেতা এবং আরও খুঁটিনাটি বিষয় এখনও চূড়ান্ত করা হয়নি।

ছবির শুটিং আগামী জুন মাসে শুরু হবে বলে জানা গেছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত নয়।

সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। মার্চ মাসে নতুন ফেলুদা সিরিজ় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিংয়ে কাশ্মীরে পৌঁছাবেন তিনি।

Related Articles