বিনোদন

জিতের ছবির প্রিমিয়ারে সৌমিতৃষা, এবার তার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী? জল্পনা তুঙ্গে

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু বর্তমানে বড়পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি জিতের ‘মানুষ’ ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে অভিনেতা জিতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

প্রিমিয়ারে সৌমীতৃষা বলেন, “জিৎদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তাই আমি এই প্রিমিয়ারে এসেছি। তবে এখনই জিৎদার সঙ্গে কাজ নিয়ে কোনো কথা হয়নি। যদি হয় তাহলে তো জানতেই পারবেন।”

সৌমীতৃষা ও জিতের জুটি হলে তা দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। কারণ, দুজনেই টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। এছাড়াও, দুজনের মধ্যে ভালো সম্পর্কও রয়েছে।

দেবের পর জিতের সঙ্গে কাজ করতে পেরে সৌমীতৃষা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “দেবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুব খুশি। জিৎদার সঙ্গেও যদি কাজ করার সুযোগ পাই তাহলে সেটা আমার জন্য আরেকটি বড় অর্জন হবে।” দেবের বিপরীতে সৌমীতৃষার অভিনীত ‘প্রধান’ ছবিটি বড়দিনে মুক্তি পাবে।

Related Articles