বিনোদন
জগদ্ধাত্রী এখনো বেঁচে আছে! কৌশিকী কি ভুলবশত জানিয়ে দিল মুখার্জি পরিবারকে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে নতুন মোড় নিয়েছে গল্প। জগদ্ধাত্রী যে মারা গেছে একথা সকলেই জানে। কিন্তু সে আসলে বেঁচে আছে। জগদ্ধাত্রীর পরিবারের দেবুদা এবং উৎসব আন্দাজ করেছে যে জগদ্ধাত্রী বেঁচে আছে।
এদিকে, জগদ্ধাত্রী কৌশিকীকে আগলে আগলে রাখছে। কিন্তু করিডোরে হঠাৎ করেই জগদ্ধাত্রী নাম ধরে ডাকায় সেভাবে কোন অচেনা ব্যক্তি তাকে ডাকছে। সেই ব্যক্তি জগদ্ধাত্রীকে বলে যে রাজনাথ সন্দেহ করছে জগদ্ধাত্রী বেঁচে আছে বলে।
এই খবর শুনে জগদ্ধাত্রী হতবাক হয়ে যায়। সে জানে যে রাজনাথ যদি জানতে পারে যে সে বেঁচে আছে তাহলে সে তাকে খুন করার চেষ্টা করবে।
জগদ্ধাত্রী কীভাবে রাজনাথের সন্দেহ থেকে নিজেকে রক্ষা করবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পরবর্তী পর্বগুলি।