বিনোদন

জগদ্ধাত্রীকে সাহায্য করার জন্য এগিয়ে এলো কে?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত পর্বের পর্বে দেখা যায়, চাপকে সোজা করার জন্য পুরোহিত মশাইকে জগদ্ধাত্রী চাপ দিচ্ছে। কিন্তু পুরোহিত মশাই কিছুতেই সত্যি কথা বলতে রাজি হচ্ছে না। জগদ্ধাত্রী মনে করছে পুরোহিত মশাইয়ের মধ্যে কিছু গোপন রহস্য রয়েছে। সে তার কাছ থেকে সত্যিটা বের করার জন্য সব রকম চেষ্টা করছে।

এদিকে, জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস রহস্যের জালভেদ করতে গিয়ে মল্লিকা দেবী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখতে জগদ্ধাত্রী হাসপাতালে গিয়েছেন। জগদ্ধাত্রী কি পারবে এই রহস্যের জাল ভেদ করে আসল সত্যিটা সামনে আনতে?

এছাড়াও, মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে দেবো আবারো ষড়যন্ত্র করছে। জগদ্ধাত্রী সেটা ধরে ফেলেছে। সে দেবুকে জানায় দেবো তারই ষড়যন্ত্রের মূল টার্গেট হলো জগদ্ধাত্রী এবং কৌশিকী।

এই পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী চাপকে সোজা করার জন্য পুরোহিত মশাইকে চাপ দিচ্ছে। কিন্তু পুরোহিত মশাই কিছুতেই সত্যি কথা বলতে রাজি হচ্ছে না। জগদ্ধাত্রী মনে করছে পুরোহিত মশাইয়ের মধ্যে কিছু গোপন রহস্য রয়েছে। সে তার কাছ থেকে সত্যিটা বের করার জন্য সব রকম চেষ্টা করছে।

Related Articles