বিনোদন

গলায় যেন মা সরস্বতীর বাস, দীপা ওরফে স্বস্তিকার গান শুনে মুগ্ধ সকলে!

 

স্টার জলসার অনুরাগের ছোঁয়া অনেক দর্শকেরই পছন্দের তালিকা রয়েছে। দর্শক থেকে ভরে ভরে প্রেমের স্বপ্ন সূর্য আর দীপ। অন্য মেগায় আমার চরিত্রে দুই অভিনেতা স্বস্তিকা ঘোষিত ও দিজ্যোতি দত্ত। টিআরপিয় জগদ্ধাত্রীর পরেই জায়গা হয়েছে অনুরাগের ছোঁয়ার।

‘সরস্বতীর প্রেম’ ঘোড়াবাড়ির কেরিয়ার দিয়ে শুরু স্বস্তিকা। তবে দর্শক প্রার্থীতা পার্টির অনুরাগের ছোঁয়াই। আর এখন জানা গেছে, স্বস্তিকাও গানের মতো দুর্দান্ত। এক মা শো-র ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে। যেখানে দীপার সুরেলা গলার তারিফ শেষ হচ্ছে না।

তবে স্বস্তিকা যোগও আজকাল খবরে আপনি সহ অভিনেতা দিব্যজ্যোতির সঙ্গে সমস্যার খবরে। ইনস্টাগ্রামে বর্তমান প্ল্যাগ-অপরকে আনফলো করে লেখক। খবর রাতে গেছে, সূর্য আর দীপার অফিন সম্পর্কের মধ্যে তলানিতে এসেছে। যেই খবর মনে কষ্ট এই জুটির ভক্তদের।

Related Articles