বিনোদন

কোন প্রতিভা নেই, শুধুমাত্র দেবের তাবেদারি করে সুযোগ পেয়েছে! নিন্দুকদের ট্রোলের বিরুদ্ধে মুখ খুললেন সৌমিতৃষা

 

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-র মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সৌমিতৃষা কুন্ডু। সিরিয়াল শেষ হওয়ার পরই সোজা দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। এরপরই শুরু হয় ট্রোলের ঝড়। অনেকেই সৌমিতৃষাকে ভাগ্যের দোহাই দেওয়ার অভিযোগ তোলেন। কেউ কেউ আবার বলেন, স্বজনপোষণের মাধ্যমে তিনি এই সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, “‘প্রধান’ ছবিতে আমার নাম নেওয়ার পর পরিচালক অভিজিৎ দা হাততালি দিয়ে উঠেছিলেন। এর মানে হল, তাঁরা আমার কাজ দেখেছেন এবং পছন্দ করেছেন। সব কিছু ভাগ্যের জোরে হয় না। এর জন্য কঠিন পরিশ্রম করতে হয়। আমিও এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছি।”

সৌমিতৃষা জানান, ‘প্রধান’ ছবিতে তিনি পুলিশ অফিসার দেবের স্ত্রী রুমির ভূমিকায় অভিনয় করেছেন। এই চরিত্রটি তাঁর আগের চরিত্র ‘মিঠাই’-এর থেকে সম্পূর্ণ আলাদা। মিঠাই যেমন চঞ্চল ছিল, তেমনই রুমি শান্ত। রুমি একজন সংবেদনশীল নারী, যিনি নিজের স্বামীর সঙ্গে মানিয়ে নিতে চান। তবে একজন মানুষ হিসেবে নিজের অধিকারের জন্যও লড়াই করেন তিনি।
সৌমিতৃষা বলেন, “‘প্রধান’ ছবি আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র। আমি এই চরিত্রের জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করি, দর্শকরা আমার কাজ পছন্দ করবেন।”

Related Articles