বিনোদন

কেরলে গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু চার পড়ুয়ার! আহত ষাট

 

কেরলের কোচিতে একটি বিশ্ববিদ্যালয়ে গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে চার পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন। ঘটনাটি ঘটেছে শনিবার।

কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টেক ফেস্টের আয়োজন করা হয়েছিল। এই ফেস্টে গান গাইতে এসেছিলেন নিকিতা গান্ধী। অনুষ্ঠানটি একটি ওপেন এয়ার থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছিল।

প্রথমে নির্দিষ্ট আমন্ত্রণপত্র দেখিয়ে পড়ুয়ারা অনুষ্ঠানে প্রবেশ করছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। একসঙ্গে অনেক মানুষ অনুষ্ঠানস্থলে হাজির হন। প্রত্যেকেই ভিতরে ঢুকতে চান।

এই হুড়োহুড়ির মধ্যেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে প্রেক্ষাগৃহের বাইরে অপেক্ষারত পড়ুয়ারা ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকেন। তুমুল হুড়োহুড়ি শুরু হয়। কয়েক জন পড়ে যান মাটিতে। তাঁদের উপর দিয়েই অনেকে চলে যান।

এতে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হন বেশ কয়েক জন পড়ুয়া। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কালামাসেরি মেডিক্যাল কলেজ সূত্রে খবর, আহতদের মধ্যে দু’জন ছাত্র এবং দুই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অনুষ্ঠান দেখতে সেই সময় ওপেন এয়ার থিয়েটারে হাজির হয়েছিলেন অন্তত দু’হাজার পড়ুয়া।

এই ঘটনায় কেরলের শিক্ষামন্ত্রী বীনা জর্জ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা খুবই দুঃখজনক। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। তিনি আরও বলেছেন, এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles