বিনোদন

কুভেম্পু পুরস্কার পেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়! অভিভূত সাহিত্যিক

 

২০২৩ সালের কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পেলেন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই পুরস্কার প্রদান করে কর্ণাটকের রাষ্ট্রকবি কুভেম্পু ট্রাস্ট।

এই পুরস্কার পেয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, “আমি এই পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার আমার জন্য একটি বড় সম্মান। আমি আশা করি, এই পুরস্কার আমার সাহিত্যচর্চার আরও অনুপ্রেরণা জোগাবে।”

শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালে পূর্ববঙ্গের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ছোটগল্প, উপন্যাস, নাটক, শিশুসাহিত্যসহ বিভিন্ন ধারায় সাহিত্য রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে উপন্যাস ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘পার্থিব’, ‘ফজল আলি আসছে’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’, ‘গোঁসাইবাগানের ভূত’, ‘পাগলা সাহেবের কবর’, ‘পটাশগড়ের জঙ্গলে’, ‘পাতালঘর’; ছোটগল্পের বই ‘অঙ্কুর’, ‘বৃষ্টির দিনগুলি’, ‘আমি আঁধারে’, ‘অন্যদের মতো নয়’; নাটক ‘আমিই দোষী’, ‘মৃত্তিকা’, ‘অরণ্য’; শিশুসাহিত্যের বই ‘কথার জাদু’, ‘ছোট্টদের জন্য গল্প’, ‘পাঁচটি তারা’ ইত্যাদি।

Related Articles