বিনোদন
কাঁকনের ক্ষতি করতে চাইছে কে? জবাব কি জানতে পারবে কৌশিকী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত পর্বে দেখা গেছে, রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ম্ভুরকে মেনে নিতে পারছে না। অন্যদিকে, স্বয়ম্ভুর চায় তার বাবাকে পেতে। এই নিয়ে সাধুদা এবং কৌশিকীর মধ্যে ঝামেলা লেগে যায়।
সাধুদা কৌশিকীর জানায় যে, স্বয়ম্ভুর এই কেসটা দেখছে এবং রাজনাথ মুখার্জিকে সে গ্রেফতার করবেই। কিন্তু কৌশিকী বলে যে, রাজনাথ মুখার্জির গায়ে যেন কোনরকম আজ না আসে। তাহলে সে দেখে নেবে।
এদিকে, জগদ্ধাত্রী এবং কৌশিকী দুজনে মিলেই কৌশিকীকে গুলি কে করেছিল সেই কেস সল্ভ করছে। এর মধ্যেই কাকনকে উৎসব এবং মেহেন্দি ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু মেনান সেটা জগদ্ধাত্রীকে জানিয়ে দেয়।