বিনোদন

কবে বিয়ের পিঁড়িতে বসছেন শুভমান-সারা? ফাঁস করে দিলেন এই ক্রিকেটার!

 

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুভমন গিল এবং কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে। এই গুঞ্জন আরও জোরালো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার চিরাগ সুরির একটি মন্তব্যের পর।

সুরি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার মনে হয় শুভমনের বিয়ে হবে। তার তো সারা নামে এক প্রেমিকা রয়েছে। ভারতীয় কিংবদন্তি তারকা সচিনের মেয়ে।” সুরির এই মন্তব্যের পর শুভমন তাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন বলে জানা গেছে।

এর আগেও শুভমন এবং সারা একসাথে দেখা গেছে। শুভমনের খেলা দেখতে সারা মাঠে গিয়েছেন। এছাড়াও, তাদের সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে লাইক এবং কমেন্ট করতে দেখা গেছে।

Related Articles