ওর বিয়ের কথা জানতাম না, আরবাজের বিয়ে নিয়ে মুখ খুললেন সেলিম খান!

বলিউড অভিনেতা আরবাজ খান গত রবিবার দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছেন। তার প্রেমিকা সুরা খানকে বিয়ে করেছেন তিনি। আরবাজের প্রথম বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
আরবাজের দ্বিতীয় বিয়ে নিয়ে তার বাবা সেলিম খান সম্প্রতি মুখ খুলেছেন। তিনি বলেছেন, “ওরা নিজেরাই বিয়ে ঠিক করেছে। তবে আমার মতে, এটা তো কোনও পাপ নয়! আমি খুশি আরবাজের জন্য। নতুন বউমাকে আশীর্বাদও করেছি।”
সেলিম খান আরও বলেন, “আমার মনে হয় না, এটা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন ছিল। ওর বয়স হয়েছে। ও শিক্ষিত, পরিণতমনস্ক, তাছাড়া নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। ও শুধু আমার কাছে এসে বলেছিল যে- ‘আমি বিয়ে করছি।’ আমি বলেছিলাম- ‘ঠিক আছে।’ তাছাড়া আমি কারও ব্যক্তিগত জীবনে নাক গলানোর পক্ষপাতী নই। এতে সমস্যা বাড়ে বলে আমার মনে হয়।”
আরবাজের দ্বিতীয় বিয়েতে তার পরিবারের সবাই উপস্থিত ছিলেন। সলমন খান এবং সোহেল খানও পৌঁছে গিয়েছিলেন নতুন বউদি সুরা খানকে স্বাগত জানাতে।