এ কোন বিপদে পড়ল ফুলকি ও রোহিত!

বাংলা টেলিভিশনের নতুন সিরিয়াল “ফুলকি”র জনপ্রিয়তা তুঙ্গে। সিরিয়ালের নায়িকা ফুলকি আর নায়ক রোহিতের প্রেমের গল্প দর্শকদের মন ছুঁয়ে গেছে।
সিরিয়ালের গত পর্বে দেখা গেছে, বক্সিং ম্যাচে ফুলকি জিতেছেন। রোহিত ফুলকির জয় দেখে খুশি হলেও, ফুলকি বক্সিং ট্রেনিংয়ে ফাঁকি দিয়েছে বলে তার সঙ্গে কথা বলছেন না। ফুলকিও রোহিতের এই রাগের কারণে খুব কষ্ট পেয়েছেন।
পৌষ পার্বণের দিন ফুলকি পাটিসাপটা বানাচ্ছিলেন। কিন্তু রোহিতের কথা ভাবতে ভাবতে তার মন পড়ে ছিল অন্যদিকে। ফলে পাটিসাপটা পুড়ে গেল। বাড়ির লোকজন ফুলকির সঙ্গে আবারো মজা করতে শুরু করে দিল।
ফুলকি তার নিজের জন্ম পরিচয় রোহিতের কাছে গোপন রেখেছেন। এই বিষয়ে রোহিতের মাথায় যথেষ্ট ক্ষোভ জমে আছে। তিনি ফুলকিকে তার সত্যি কথা বলতে চান। তাই তিনি ফুলকিকে নিয়ে একটি ভাঙা বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তিনি ফুলকিকে বন্ধুকের মুখে জিজ্ঞাসা করলেন, “তুমি আসলে কে?”
ফুলকি ভয় পেয়ে গেলেন। তিনি রোহিতের কাছে সব সত্যি কথা বলতে চাইলেন। কিন্তু রোহিত তাকে কথা বলতে দিলেন না। তিনি ফুলকিকে বললেন, “তুমি যতক্ষণ না সত্যি কথা বলবে, ততক্ষণ আমি তোমাকে এখানে আটকে রাখব।”
ফুলকি কি রোহিতের কাছে তার সত্যি কথা বলবেন? নাকি তিনি রোহিতের রাগের মুখে পড়ে যাবেন? উত্তর জানা যাবে আগামী পর্বে।