এবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে অ্যাকশন ঘরানার ছবি বানাবেন রাজ চক্রবর্তী!

টলিপাড়ায় নতুন গুঞ্জন। রাজ চক্রবর্তীর পরিচালনায় এবার একসঙ্গে কাজ করতে চলেছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবিটি পুরোপুরি পারিবারিক গল্প হবে বলে জানা গেছে। এসভিএফ প্রযোজনা করবে ছবিটি।
রাজ চক্রবর্তী ও এসভিএফ এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বলো দুগ্গা মাঈকী’ ছিল তাদের একসঙ্গে শেষ কাজ। এবার আবারও একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত পরিচালক রাজ।
মিঠুন চক্রবর্তীও ছবির গল্পটি পছন্দ করেছেন। তবে চিত্রনাট্য শুনেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান। কারণ, আগামী বছর লোকসভা নির্বাচনে তিনি অংশ নিতে পারেন। সেক্ষেত্রে তাঁর সময়ের অভাব হতে পারে।
মিঠুন চক্রবর্তী বর্তমানে এসভিএফ প্রযোজিত ‘কাবুলিওয়ালা’ ছবির প্রচারণায় ব্যস্ত। এছাড়াও সোহমের প্রযোজনা ‘শাস্ত্রী’ ছবিতেও তিনি অভিনয় করছেন।টলিপাড়ায় নতুন জোড়ায় রাজ-মিঠুন!
টলিপাড়ায় নতুন গুঞ্জন। রাজ চক্রবর্তীর পরিচালনায় এবার একসঙ্গে কাজ করতে চলেছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবিটি পুরোপুরি পারিবারিক গল্প হবে বলে জানা গেছে। এসভিএফ প্রযোজনা করবে ছবিটি।