বিনোদন

এখন আর বিতর্ক নিয়ে বিশেষ মাথা ঘামাই না, জানালেন সৌমিতৃষা!

 

দেবের ‘প্রধান’ ছবি এখনও রমরমিয়ে চলছে। এই ছবির অন্যতম আকর্ষণ ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডু। ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক পিছু ছাড়েনি তাঁর।

সৌমিতৃষা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কি না সন্দেহ’। এরপরেই ‘অহংকারী’ তকমা জোটে তাঁর।

এরপর সৌমিতৃষা তাঁর একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী তথা মিঠাই সহ-অভিনেত্রী তন্বী লাহা রায় অর্থাৎ ‘বড়জা’ তোর্সাকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন। তন্বীও পাল্টা প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে তিনি সৌমিতৃষাকে কটাক্ষ করেন।

এই বিতর্ক নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে সৌমিতৃষাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের তো আসা যাওয়ার পথে কত হোঁচট খাই, কত ফলো করি,কত আনফলো করি। বাব্বা! এতো ফেমাস আমি, সত্যি বলছি আমি জানি না আমি এত ফেমাস। কোনদিন দেখব আমি কী খাচ্ছি সেটা নিয়েও নিউজ হয়ে গেছে! আমি তো নিজের স্ট্রাগল বেচবো না। বলব না আমি এই কষ্ট করেছি,ওই করেছি সেটা কোনওদিন বলব না। সবাই কষ্ট করেই এগোয়। আমিও তাই পেয়েছি। যারা কষ্ট করে এগোয়, তাঁদের জীবনে কখনও অহঙ্কার আসে না’।

Related Articles