বিনোদন

একটা সময় মনে হত নিজেকে শেষ করে দিই! কেন আত্মহত্যা করতে চাইতেন এ আর রহমান?

 

এ আর রহমান। বিশ্ববন্দিত সুরকার। তার সুরের জাদুতে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এমন একজন মানুষও আছেন যিনি একসময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই মানুষটি হলেন এ আর রহমান নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান তার জীবনের সেই অন্ধকার সময়ের কথা বলেছেন। তিনি জানান, তার ক্যারিয়ারের শুরুতে তিনি খুব একটা সাফল্য পাচ্ছিলেন না। একের পর এক প্রত্যাখ্যান পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। একসময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।

সেই সময় রহমানের মা তাকে বলেছিলেন, “অন্যদের জন্য বাঁচতে শুরু করলে এই ধরনের চিন্তা আসবে না।” রহমানের মায়ের এই কথাগুলো তার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে, অন্যদের সাহায্য করেই তিনি নিজের জীবনের অর্থ খুঁজে পাবেন।

এরপর থেকে রহমান অন্যদের জন্য কাজ করতে শুরু করেন। তিনি গান লেখেন, সুর করেন, মানুষকে আনন্দ দেন। তার এই কাজগুলো তাকে নতুন করে জীবন দিয়েছে। তিনি একজন সফল সুরকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

Related Articles