বিনোদন

এই রহস্যময়ীকে খুঁজে বের করতেই হবে দীপাকে! কী জানে এই মেয়েটি?

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। মিশকা সেনগুপ্ত পরিবারে থেকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে দিপাকে দীপার মতন শাড়ি পড়ে তাদেরই বিছানায় শুয়ে চাদর মরি দিয়ে সূর্যকে কাছে আনতে বাধ্য করেছে। ঠিক তখনই দীপা ঘরে ঢুকে দেখে সূর্য তার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে তখনই সূর্য বুঝতে পারে সেখানে দীপা নেই লাইট ধরিয়ে দেখে মিশকা।

সূর্য হাসপাতলে পৌঁছতে হঠাৎ করেই দেখে তার সমস্ত রোগীরা তাকে বয়কট করেছে তারা কিছুতেই আর সূর্যের কাছে দেখাতে চাইছে না। সূর্য কিছুতেই বুঝে উঠতে পারছে না কেন তার সাথে এরকমটা ঘটছে।

মিশকা তার সাধের অনুষ্ঠান সেনগুপ্ত বাড়িতে করানোর জন্য সাংবাদিকের লোক ডেকে এনে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাতে লাবণ্য উত্তেজিত হয়ে পড়ছিল।

Related Articles