উৎসবের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চলেছে জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গত পর্বে দেখা গিয়েছিল, জগদ্ধাত্রী এবং তার টিম দিবিয়া সেনকে গ্রেপ্তার করে। দিবিয়া কৌশিকীর কাছে স্বীকার করে, উৎসবই এই সবের পিছনে। সে কৌশিকীর সিংহাসন দখল করতে চায়।
এদিকে, দেবু তার স্ত্রী প্রীতিকে বলে, সে আর ঘর জামাই থাকতে চায় না। সে নিজের একটা ব্যবসা করতে চায়। ঠিক তখনই কাঁকন দেবুকে দেখে ভিক্ষে করার বাটি দিয়ে তার পায়ে আঘাত করে। কাঁকন বলে, দেবুই তাকে অপহরণ করেছে।
জগদ্ধাত্রী দেবুকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে কাঁকনের অপহরণের রহস্য বের করে। জগদ্ধাত্রী উৎসবকেও ডেকে আনে। উৎসব সবকিছু অস্বীকার করে। কিন্তু জগদ্ধাত্রী তাকে প্রমাণসহ মুখোমুখি করে।
জগদ্ধাত্রী উৎসবকে বলে, সে যেভাবে ফ্রিতে এই মুখার্জি পরিবারে বসে খাওয়া-দাওয়া, গাড়ি, বাড়ি, এসি পাচ্ছে, এরপর যদি জগদ্ধাত্রী তাকে একবার চেপে ধরে তাহলে সে এই সব কিছু থেকে বঞ্চিত হবে।
জগদ্ধাত্রী উৎসবকে চরম শাস্তি দেওয়ার হুমকি দেয়। আগামী পর্বগুলোতে দেখা যাবে, জগদ্ধাত্রী উৎসবকে কী শাস্তি দেয়?