বিনোদন

উৎসবকে জেলের ঘানি টানাবেই জগদ্ধাত্রী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে, জগদ্ধাত্রী গোপনে লুকিয়ে কৌশিক ওপর হামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

কৌশিকীকে নিরাপদে রেখে জগদ্ধাত্রী তদন্তে নেমেছে এবং অবশেষে উৎসবের নাম উঠে এসেছে।

জগদ্ধাত্রী জানতে পেরেছে যে উৎসবই কৌশিকীর উপর গুলি চালিয়েছে। এই ঘটনায় জগদ্ধাত্রী ক্ষিপ্ত এবং উৎসবকে চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বলাই বাহুল্য এই জন্য ইতিমধ্যেই তাকে তুলে নিয়েছে জগদ্ধাত্রী এবং তার টিম। উৎসবকে আপাতত পুলিশের ডেরায় নয় বরং জগদ্ধাত্রীর ব্যক্তিগত ডেরায় রাখা হয়েছে যেখানে তার ওপর জেরা করা হবে। দর্শকরা আশা করছেন এখানেই উৎসবের সব অনাচারের হিসেব মিটিয়ে দেবে জগদ্ধাত্রী। বলাই বাহুল্য আগামী দিনে আসতে চলেছে জগদ্ধাত্রির বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্ব।

Related Articles