বিনোদন
ঈশিতার মুখোমুখি হতে চলেছে ফুলকি! কী হবে এবার?

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালের জয়জয়কার। এখন প্রথম স্থানে রয়েছে ‘ফুলকি’। এই সিরিয়ালটি শুরুর সময় থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.৫।দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘নিমফুলের মধু’। এই দুই সিরিয়ালই বেশ কয়েক বছর ধরে চলছে এবং তারা দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.১।
ফুলকির প্রথম ম্যাচ খেলছে সেই কারণেই ফুলকির স্বামী আবার কোচ পার হয়ে কথা বলছে সকলের কাছে। সকলে তো দেখে অবাক রীতিমতো। যদিও ফুলকি প্রথম ম্যাচে হেরে গেল।
অনুষ্ঠানে ফুলকি তমালকে অপমান করার জন্য কথা শোনালো। তমালের স্ত্রীকে কিন্তু তমালের স্ত্রীর সকলের সামনে তমালকে আরো ছোট করে দিল। সে যারা আগে সে রোহিতের পিছন পিছন ঘুরতো এখন ফুলকি দাসের।