বিনোদন
“আর একটা বছর দাঁড়িয়ে যাও…”, কাকে কথা দিয়েছিলেন সৌমিতৃষা?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তাঁর অভিনয় দক্ষতা ও সুন্দর হাসিতে মুগ্ধ দর্শকদের অসংখ্য। ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বেশ খোলামেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের প্রেমজীবন ও সম্পর্কের বিষয়ে কথা বলেছেন।
সৌমিতৃষা জানান, স্কুলজীবনে তিনি খুবই শাসনে ছিলেন। বাবা-মা সবসময় তাঁর সাথে থাকতেন। তাই প্রেমের সুযোগই পাননি তিনি। তবে কলেজে উঠে একটু স্বাধীনতা পেয়েছিলেন। তখন এক ছেলের সাথে তাঁর প্রেমের সম্পর্ক হয়েছিল। কিন্তু ছেলেটি খুবই পাগলামো করত। তাই সৌমিতৃষা নিজেই সেই সম্পর্ক থেকে সরে আসেন।
বর্তমানে সৌমিতৃষার অনেক প্রেমের প্রস্তাব আসে। কিন্তু তিনি এখন আর প্রেমে পড়তে চান না। কারণ তাঁর মনে হয়, তিনি প্রেমের জন্য পর্যাপ্ত সময় দিতে পারবেন না। এছাড়াও, তিনি বিশ্বাস করতে পারেন না যে, এই যুগে ভালোবাসা টেকে থাকে।