আবার হাসপাতালে ভর্তির নাটক কেন করছে মিশকা? জানতে চায় দীপা!

স্টার জলসার এক ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। দীপা।সূর্য দীপা ও তার দুই মেয়ে সোনা রুপা সমস্ত ব্যাগ গুছিয়ে রওনা দিতে যাবে ঠিক এমন সময় মিশকা ওপর থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছে। কি এমন প্ল্যান করতে চলেছে মিশকা সূর্যকে আটকানোর জন্য।সূর্য দীপা ও তার দুই সন্তানকে নিয়ে বিদেশ চলে যেতে চাইছিল। কিন্তু লাবণ্য এবং দীপা তারা কেউই চাইছে না একজন বাবার থেকে সন্তানকে আলাদা করে রাখতে। কিন্তু সূর্য কিছুতেই বোঝাতে পারছে না যে সে আসল বাবা নয় মিশকার সন্তানের।
দীপা ও সূর্যর এই মন্দিরে দেখা হয়েছিল তারপর থেকেই তাদের জীবন নতুন করে শুরু হয়েছিল। কিন্তু এত আনন্দের মধ্যেই আবার বিপাকে ফোন করছে মিশকা। আবারো কি মতলবে ফোন করছে মিশকা। দীপাবলি উপলক্ষে সেনগুপ্ত পরিবারের সবাই আবারও একসঙ্গে বাজে পরিয়ে খাওয়া দাওয়া করে অনেক মজা করছে।
মিশকার ব্যথা উঠেছে ঠিক তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেহেতু মিশকার বেবি প্রিম্যাচিউর তাই তাকে সকলে সামনে আনতে পারছে না। তবে মিশকার ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ার জন্যই ডঃ অর্জুনকে এই কেস দেওয়া হয়েছে দীপার গলা শুনে ডক্টর অর্জুনের মনে হল তবে কি এটা দীপা।