আবার বেঙ্গল টপার জগদ্ধাত্রী, কোন স্থানে রয়েছে ফুলকি এবং অনুরাগের ছোঁয়া?

বাংলা মেগাগুলির মধ্যে টিআরপি লড়াই জমে উঠেছে। প্রতিটি ধারাবাহিকই দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা রকম ট্যুইস্ট নিয়ে আসছে। ফলে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে টিআরপি চার্টে বেশ কিছু পরিবর্তন হয়েছে।
এই সপ্তাহে আবারও শীর্ষ স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এই ধারাবাহিকটি ৯.১ রেটিং পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি, যা পেয়েছে ৮.২ রেটিং পয়েন্ট। মাত্র এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি, যা পেয়েছে ৮.১ রেটিং পয়েন্ট।
চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু, যা পেয়েছে ৮.০ রেটিং পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া, যা পেয়েছে ৭.৫ রেটিং পয়েন্ট।
নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে বাজিমাত করেছে টিআরপি লিস্টে। এই ধারাবাহিকটি ৭.০ রেটিং পয়েন্ট পেয়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লাভ বিয়ে আজ কাল পেয়েছে ৬.৮ রেটিং পয়েন্ট।
উৎসবের মরশুমে আসা নতুন ধারাবাহিকগুলির প্রভাবে টিআরপি চার্টে কিছুটা পরিবর্তন এসেছে। তবে, আগামী সপ্তাহে টিআরপি লড়াইয়ে কে এগিয়ে থাকে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।