বিনোদন
আবার নতুন কোন ফন্দি আঁটছে রুদ্ররূপ? ধরতে পারবে কি ফুলকি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’তে রোমাঞ্চের ডোজ ক্রমশ বেড়ে চলেছে। সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গেছে, রোহিত সত্যি কথা বলতে চাইলেও ফুলকি নিজের উপর দোষ চাপিয়ে নেয়। রোহিত তাকে সাহায্য করতে চাইলেও ফুলকি তাকে দূরে সরিয়ে দেয়।
এদিকে, ফুলকির বাড়িতে নতুন বিপদ এসে উপস্থিত হয়েছে। কিছু দুষ্কৃতী ফুলকির বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ফুলকির পরিবার এই ঘটনায় হতবাক ও হতাশ।
রোহিত ফুলকিকে এই বিপদ থেকে উদ্ধার করতে চায়। সে ফুলকির বাড়িতে যায় এবং তাকে সাহায্যের প্রস্তাব দেয়। ফুলকি প্রথমে রোহিতের সাহায্য নিতে চায় না, কিন্তু পরে সে বুঝতে পারে যে রোহিত ছাড়া সে এই বিপদ থেকে মুক্তি পেতে পারবে না।