অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন অরুণ গোভিল! এমন সুযোগ পেয়ে আপ্লুত অভিনেতা

২২ জানুয়ারি, ২০২৪ তারিখে রামলালার মূর্তি স্থাপিত হবে। সেই শুভ দিনে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, সুনীল গাওস্কর, শচীন তেন্ডুলকর, রতন টাটা, বিরাট কোহলি, মুকেশ অম্বানী, গৌতম আদানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য রাজনীতিবিদ। সেই তালিকায় নতুন সংযোজন হলেন টেলিভিশনের পর্দার রাম অর্থাৎ অভিনেতা অরুণ গোভিল।
শনিবার মন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের ছবি প্রকাশ্যে এনেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। গর্ভগৃহেই রামলালার মূর্তি স্থাপিত হবে। সেই দিনে পুজোও হবে। ট্রাস্ট সূত্রে খবর, সেই পুজোয় যজমানের ভূমিকায় থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার পরেই বিগ্রহে চক্ষুদান হবে।
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি ঐতিহাসিক ঘটনাও। এই ঘটনা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।