অভিনেতা হিসেবে নয়, এবার প্লেব্যাক সিঙ্গার হিসেবে বড় পর্দায় অভিষেক হতে চলেছে আদৃতর!

মিঠাই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা আদৃত রায়। সিদ্ধার্থ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের খুবই পছন্দ হয়েছে। তবে মিঠাই শেষ হওয়ার পর আদৃতকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি। তাই অনেকেই মনে করেছিলেন হয়তো তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন।
কিন্তু সম্প্রতি জানা গেল, আদৃত অভিনয় ছেড়ে দেননি। তিনি এখন জি বাংলার নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে প্লেব্যাক গাইছেন। এই ধারাবাহিকের একটি দৃশ্যে কিঞ্জল চরিত্রে অভিনয় করা উদয় প্রতাপ সিংহ বড়দিনের গান ‘জিঙ্গেল বেলস’ গাইছেন। এই গানের কণ্ঠ দিয়েছেন আদৃত রায়।
আদৃতের গাওয়া এই গানটি দর্শকদের বেশ ভালো লেগেছে। তাঁরা আদৃতের গানের প্রশংসা করেছেন। আদৃতের এই নতুন পরিচয় নিয়ে অনেকেই উচ্ছ্বসিত।
এদিকে, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটির গল্প গ্রামের মেয়ে শ্যামলীর কঠিন লড়াইকে কেন্দ্র করে। শ্যামলীর বাবা-মা নেই। দাদা-বৌদির অত্যাচার থেকে বাঁচতে সে কলকাতায় পালিয়ে আসে। কিন্তু কলকাতায় এসে সে খারাপ লোকের খপ্পরে পড়ে। শেষ পর্যন্ত নায়ক অরিত্রের সাহায্যে সে খারাপ লোকের হাত থেকে বাঁচে। এখন অরিত্রের বাড়িতেই থাকছে শ্যামলী।