অভিনয় তো দারুণ তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তিনি “মিঠাই” ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনাতেও ভালো।
সৌমিতৃষা বারাসাতে জন্মগ্রহণ করেন। তিনি বারাসাত গার্লস হাইস্কুলে পড়াশোনা করেন। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে তিনি কলা বিভাগে পড়াশোনা করেন। এরপর কলকাতার সেন্ট পলস কলেজে ইংরেজিতে স্নাতক করতে ভর্তি হন। কিন্তু কাজের চাপে কলেজ ছাড়তে হয় তাকে।
সৌমিতৃষা বলেন, “পড়াশোনার পাশাপাশি অভিনয় করছিলাম। বাড়ি থেকে বলা হল, যে কোনও একটা কাজ মন দিয়ে করতে। তাই তখন অভিনয়ে পুরোপুরি মন দিয়েছিলাম।”
“মিঠাই” ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে তার দায়িত্ব ও ব্যস্ততা অনেক। কিন্তু কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান তিনি। বর্তমানে তিনি ওপেন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক করছেন। গত বছর ব্যস্ততার কারণে চূড়ান্ত বছরের পরীক্ষা দিতে পারেননি। তবে এবার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।