Lok Sabha Election 2024 : ভোটের দিন কি করতে চলেছে বিজেপি ? দেখুন কি বলছেন বিজেপি নেতা
Lok Sabha Election 2024 : What is BJP going to do on election day? See what BJP leaders are saying

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : ‘এবারে ভোটের দিন কেন্দ্রীয় দল থাকবে ভেতরে বিজেপির দল থাকবে বাইরে’–খোলা মঞ্চে বিতর্কিত মন্তব্য গেরুয়া বিধায়ক অমরনাথ শাখার,পাল্টা কটাক্ষ তৃণমূলের।
বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে বাঁকুড়া জেলার ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা। এদিন ফের উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন সেই বিধায়কই। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দুবড়াকোন গ্রামে লোকসভা ভোটের জন্য একটি নির্বাচনী সভার আয়োজন করা হয় বিষ্ণুপুরের বিজেপির সাংগঠনিক জেলার তরফ থেকে। সেখানেই খোলা মঞ্চে বক্তব্য রাখতে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি মন্তব্য করেন, “ভোটের দিন কেন্দ্রীয় দল থাকবে ভেতরে, আর বিজেপির দল থাকবে বাইরে। ”
পরে বিধায়ক অমরনাথ শাখা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “ভেতরে ছাপ্পা মারছে কিনা সেটা দেখার জন্য তাকে কেন্দ্রীয় বাহিনী,বাইরে মানুষ আনন্দ সহকারে ভোট দিচ্ছে এটা দেখার জন্য থাকবে আমাদের বাহিনী”। একি হুঁশিয়ারি দিলেন গেরুয়া বিধায়ক সেই নিয়ে ধন্দ্বে সকলে।