মসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর
Trending

সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ

Trinamool Congress candidate Sayani Ghosh opened up about Sandeshkhali

The Truth of Bengal, বাবলুপ্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনারঃ লোকসভা ভোট যত এগিয়ে আসছে রোদ, ঝড়, বৃষ্টি,উপেক্ষা করে প্রচারে খামতি রাখতে চাচ্ছে না কোন দলের প্রার্থীরা। তেমনই বারুইপুর-মল্লিকপুর এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সকাল সকাল নির্বাচনে প্রচার শুরু করলেন । সাংবাদিকের মুখোমুখি হয়ে সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন তিনি। আগে থেকেই তৃণমূল কংগ্রেস বলেছিল এসব ষড়যন্ত্র তার প্রমাণ এখন সাধারণ মানুষ পাচ্ছে। বিজেপির নেতারা পরিকল্পিতভাবে সন্দেশখালি তে নন্দীগ্রাম সিঙ্গুর বানাতে চেয়েছিল। সেটা পরিস্থিতি উত্তপ্ত দেখানো হয়েছিল ততটাই কিন্তু সন্দেশখালি বুকে হয়নি। সমস্ত কিছু যে শুভেন্দু অধিকারীর চক্রান্ত তা মানুষ বুঝে গিয়েছে।

Related Articles