মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : তীব্র তাপপ্রবাহ কে চ্যালেঞ্জ করে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী

Lok Sabha Election 2024 : Trinamool candidate in the election campaign challenging the intense heat wave

The Truth Of Bengal : দেবব্রত বাগ- ঝাড়গ্রাম :  ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহ কে চ্যালেঞ্জ নিয়ে ভোট প্রচারে তৃণমূলের প্রার্থী কালীপদ। চলছে চৈত্রের তীব্র দাবদাহ। তারমধ্যেই জোর কদমে হচ্ছে লোকসভা ভোটের প্রচার। লোকসভা নির্বাচন এখন দুয়ারে। সব রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে ময়দানে। মাথার উপর চাঁদিফাটা সূর্যের তাপ নিয়েই এখন প্রচার শুরু হয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম এলাকার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪১° ডিগ্রি। এই গরমকে অপেক্ষা করে মুখে জলের ঝাপটা ও ডাবের জল খেয়ে প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন ঝাড়গাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা এলাকায় এদিন প্রচারে যান তৃণমূল প্রার্থী।

কিন্তু মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা জুড়ে সকাল থেকেই চাঁদি ফাটা গরম ও তীব্র গরমে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। একদিকে যখন গরমের উত্তাপ বাড়ছে তেমনি অন্যদিকে তৃণমূল প্রার্থীর প্রচারের উত্তাপ বাড়ছে। এদিন এই তীব্র গরমের মধ্যে গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচার করেন প্রার্থী। মানুষের সাড়াও ব্যাপকভাবে পান তিনি। এই তীব্র গরমে প্রার্থী সঙ্গী করেছেন জলের বোতল ও ডাবের জল।

প্রচারের মাঝে মাঝেই মুখে জলের ঝাপটা দিচ্ছেন প্রার্থী। সাথে পেট ঠান্ডা রাখতে খাচ্ছেন ডাবের জল। পাশপাশি এই তীব্র গরমে সাধারণ মানুষকেও সাবধানে থাকার আবেদন করেন কালিপদ সরেন। সামনে লোকসভা নির্বাচন তাই তীব্র তাপদাহের মধ্যেও প্রচারে খামতি রাখতে চাননি তৃণমূল প্রার্থী।

Related Articles