মসনদের লড়াই

lok sabha election 2024: দিল্লির মসনদ গেরুয়া মুক্ত করার ডাক, ডিজিটাল ক্যাম্পেনে তৃণমূলের ঝড়

lok sabha election 2024: Tmc digital campaign

The Truth of Bengal: ডিজিটাল প্রচারে বিজেপিকে কাঁটায় কাঁটায় টক্কর দিতে ময়দানে নেমেছে তৃণমূল।কিভাবে একুশের ভোটে হেরে গিয়ে গেরুয়া শিবির বাংলার মানুষকে ধনেপ্রাণে মারার ষড়যন্ত্র করছে তা এবার হাইটেক প্রচারে সামনে আনল তৃণমূল কংগ্রেস। আমজনতার কোর্টে বল ছুঁড়ে দিয়ে সর্বভারতীয়  তৃণমূল কংগ্রেস ডিজিটাল প্রেজেন্টেশনে ব্যাখা দিয়েছে,কেন বিজেপিকে  বাংলা বিরোধী বলা উচিত। চব্বিশের ভোটযুদ্ধে বিজেপির জুমলাবাজিকে হারানোর জন্য সর্ব স্তরের মানুষের কাছে আবেদনও রেখেছে তৃণমূল নেতৃত্ব। চব্বিশে দিল্লির দরবার কাঁপাতে বাংলার হাত শক্ত করার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি,ফেকনিউজের গেরুয়া প্রচার পর্যুদস্ত করতে হবে। যারা বাংলার বিরুদ্ধে প্রতি পদে অসম্মান,বঞ্চনা,অপপ্রচার করছে তার বিরুদ্ধে প্রচারের ধার বাড়াতে এগিয়ে এল বিজেপি বিরোধী শিবিরের অন্যতম দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।ডিজিটাল মিডিয়ায় বিজেপির হাইটেক প্রচারকে টক্কর দিতে এক অন্য আঙ্গিকে প্রচারে নামলেন তৃণমূল নেতৃত্ব। যাঁরা বাংলায় থানা জ্বালানোর উস্কানি দিচ্ছে,হেটস্পিচের মাধ্যমে হিংসার ইন্ধন জোগাচ্ছে তাঁরাই কিভাবে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বাংলাকে দুর্বল করছে তাই প্রচারে হাইলাইট করা হচ্ছে। যাঁরা একশদিনের কাজ,আবাসের টাকা আটকে ফন্দি এঁটেছে তাঁদের মুখের মতো জবাব গণদেবতাকে দেওয়ার ডাকও দেওয়া হয়েছে ।  কেন বিজেপি বাংলা বিরোধী,কিভাবে তাঁরা বাংলার গৌরব,ঐতিহ্যও-সংস্কৃতির অবমাননা ঘটিয়েছে তার  জবাব খোঁজার জন্য আমজনতার কাছে প্রশ্ন তুলে ধরা হয়েছে।পরিবার,স্বজন ও বাংলাকে বাঁচাতে তাই তৃণমূল নেতৃত্ব জানতে চেয়েছে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলা হবে না?

১.যাঁরা বাংলার স্বামিজীকে অপমান করেছে,বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে,

তাঁদের আপনি বাংলা বিরোধী বলবেন না  ?

২. ৫বছরে দিল্লির জমিদাররা ৪.৬লক্ষ কোটি টাকা নিয়েছে

১কোটি ১৬লক্ষ টাকা জোরজবরদস্তি আটকে রেখেছে,তাঁদের আপনি বাংলা বিরোধী বলবেন না?

৩. রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১০০দিনের কাজের ৬০লক্ষ  কর্মীকে কাজ করিয়েও

হকের টাকা আটকে রেখেছে,তাঁদের বাংলাবিরোধী বলবেন না ?

৪. বাংলার মানুষকে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি বিজেপি, ১১লক্ষ মানুষের মাথার ওপর

যাঁরা ছাদ কেড়ে নিয়েছে,তাঁদের বাংলা বিরোধী বলবেন না ?

৫. রাজনৈতিক কারণে বাংলা বিরোধী মনোভাব রেখে

বাংলার মানুষের সঙ্গে দুর্ব্যবহার,ঘৃণা  করছে।বাংলার বঞ্চিতদের সঙ্গে দিল্লির মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন তাঁদের পুলিশ অত্যাচার করে।

৬. অন্যায়ভাবে জোরজবরদস্তি বঞ্চিত করা,এক টাকাও না দেওয়া,বিজেপিকে বাংলা বিরোধী বলবেন না ?

যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছেন,পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেছেন,তাঁদের এই দিল্লির সরকার গড়া থেকে দূরে রাখার জন্য দলমত নির্বিশেষে মানুষকে আহ্বান জানানো হয়েছে।  বাংলার ঐক্য,অখণ্ডতাও সংস্কৃতি রক্ষা করতে অশান্তির উস্কানি দেওয়া  গেরুয়া শিবিরকে একযোগে হারানোর কথাও হাইটেক প্রচারের ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে।

Related Articles