মসনদের লড়াইরাজ্যের খবর
ভোটযুদ্ধের প্রথম দিনই অস্বাভাবিক মৃত্যু সিএপিএফ কর্মীর ! নেপথ্যে কোন কারণ ?
The unusual death of CAPF worker on the first day of election war! What is the reason behind?

The Truth Of bengal: প্রথম দফার নির্বাচনের দিন পোলিং ডিউটিতে একজন সিএপিএফ কর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবরে চাঞ্চল্য এলাকায় । শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙ্গার, বেলতলা এলাকার একটি স্কুলে ভোটের দায়িত্বে বিহার থেকে এসেছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত জওয়ানের নাম নিলেস কুমার নীলু (৪২)।
গভীর রাতে তার সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, ওই সিএপিএফ কর্মীকে । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা এখনও জানা যায়নি।