Lok Sabha Election 2024 : কাঠফাটা রোদে শরীর বাঁচাতে নুন চিনির জলে গলা ভেজালেন তৃণমূল প্রার্থী
Lok Sabha Election 2024 : The Trinamool candidate wet his throat with salt and sugar water to save his body from the scorching sun

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী, আরামবাগ : সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই প্রচারে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল। তবে এবার কাঠফাটা রোদে নুন চিনির জল সঙ্গে নিয়েই ভোট প্রচারে নামলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ।
প্রচারের মাঝে কোথাও খেলেন টক দই আবার কোথাও খেলেন রান্না করা গুগলির ঝোল। বুধবার আরামবাগের তৃণমূল প্রার্থীকে গোঘাটের বিভিন্ন এলাকায় এমনই ভাবে প্রচারে দেখা গেল। চৈত্রেই ৪০ ডিগ্রী তাপমাত্রা ছুঁইছুঁই। বুধবার আরামবাগের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রী।
তীব্র দাবদাহেও প্রচারে খামতি রাখছেন না প্রার্থীরা। বুধবার গোঘাটের ভাদুর এলাকায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মিতালী বাগ। বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। তার মাঝেই গরমে স্বস্তি পেতে কখনো নুন চিনির জল আবার কখনো টক দই খেতে দেখা গেল তাঁকে। প্রচারে গিয়ে খেলেন সাধারণ মানুষের বাড়িতে রান্না করা গুগলির ঝোলও।