ফের বাংলায় প্রধানমন্ত্রী, আবারও রাজনৈতিক প্রচার জলপাইগুড়িতে
Prime Minister again in Bengal, political campaign again in Jalpaiguri

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই দেশের প্রধানমন্ত্রী আসছে জলপাইগুড়ির ধুপগুড়িতে জনসভা করতে। তারই প্রস্তুতি শেষ পর্যায়ে। সকাল থেকেই ব্যস্ততা দেখা গেল। ইতিমধ্যে কর্মীরা আসতে শুরু করেছে সভাস্থলে। প্রধানমন্ত্রী কি বার্তা দেন তা শোনার অপেক্ষায় কর্মী থেকে সাধারণ মানুষ।
কিছু দিন আগেই এই জেলার বার্নিশে ভয়ংকর ঘূর্ণিঝড়ের ফলে ঘর ছাড়া প্রচুর মানুষ আহত হয়েছে অনেকে। ঘূর্ণিঝড়ের মৃত্যু হয়েছিল পাঁচজনের। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের মৃত পাঁচজনের পরিবারের সাথে দেখা করবে প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কি বার্তা দেয় তা সোনার অপেক্ষায় এলাকার মানুষ। এই বিষয়ে এলাকার এক ব্যক্তি খোরশেদ আলম জানিয়েছেন প্রধানমন্ত্রী আসছে জলপাইগুড়ি ধুপগুড়ি তে। দেশের প্রধানমন্ত্রী আসছে দল নির্বিশেষে সকলে আসবে তার বার্তা শুনতে। প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে আসছে তার প্রভাব ভোট অংকে কিছু পড়বে। সভাস্থল করা নিরাপত্তায় চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে দেখা যাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং লোকসভা আসনের প্রার্থী দের। এবারের নরেন্দ্র মোদীর সভাতে রেকর্ড পরিমাণে লোকসংখ্যা হবে বলে আশাবাদী বিজেপি কর্মীরা। আর সেই কারনে সকাল থেকে ধুপগুড়ির উদ্দেশ্যে রানা হয়েছে প্রচুর বিজেপি কর্মী। ইতিমধ্যে কর্মীরা সমাজতলের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। দূর দুরান্ত থেকে আসা শুরু করে দিয়েছে কর্মীরা। কর্মীদের জন্য পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও প্রচন্ড গরম থাকায় কর্মীদের ওপর সেড করা হয়েছে।