lok sabha election 2024: হঠাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির বাস মালিক সংগঠন, কী কারণে?
lok sabha election 2024: Suddenly, the bus owners' organization appeared in the office of the Chief Electoral Officer of the state

The Truth of Bengal: বুধবার দুপুরে হঠাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির বাস মালিক সংগঠনের কর্তারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। জানালেন নিজেদের দাবিদাওয়া। যে টাকা বাসের জন্য বরাদ্দ করা হয়েছে, সেই টাকায় চিড়ে ভিজেবে না। বাড়াতে হবে টাকা। সেইসঙ্গে শ্রমিকদের জন্য বরাদ্দ টাকাও বাড়াতে হবে। এই দাবি নিয়ে ফের দাবি পত্র জমা দিলেন বাস মালিক সংগঠনের কর্তারা। এবং সেই সঙ্গে তারা প্রত্যাশা করছেন তাদের দাবি মেনে নেবে কমিশন। আর যদি না মানে কী হবে? ভোট কর্মীরা বুথে পৌঁছবেন কীভাবে? যদি বাস যেতে রাজি না হয়! বাস মালিক সংগঠনের কর্তারা বলছেন, বাস চালাবেন ড্রাইভাররা।
তারা যদি বাস নিয়ে যেতে না চান আমাদের কিছু বলার থাকবে না। পঞ্চায়েত ভোটের বকেয়া টাকা না পেলে লোকসভা নির্বাচনে রাজ্যে ভোটের কাজে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা দেওয়া নিয়ে আশঙ্কা গণপরিবহণ বাঁচাও কমিটির। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে ভোটের কাজে ব্যবহৃত বেসরকারি বাস ও মিনিবাসের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন এই সংগঠনের প্রতিনিধিরা। ইতিমধ্যেই বাস ভাড়া ১০% বাড়ানো হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন গণপরিবহন বাঁচাও কমিটি।
সংগঠনের অন্যতম কর্তা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, প্রার্থীদের বরাদ্দ বেড়েছে, ভোটের আনুসাঙ্গিক খরচ বেড়েছে। কিন্তু পরিবহণ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ বাড়ানো হয়নি। এর আগে বেসরকারি বাসের ক্ষেত্রে ভোটের কাজে দেওয়া হতো ২৩০০ টাকা। মিনিবাসের ক্ষেত্রে ১৯০০ টাকা। এবারের লোকসভা নির্বাচনে বেসরকারি বাস পিছু ৪০০০ টাকা ও মিনি বাস পিছু সাড়ে তিন হাজার টাকার দাবি জানিয়েছে গণপরিবহণ বাঁচাও কমিটি।পাশাপাশি পরিবহনণ দফতরের সচিবকেও নিজেদের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন এই সংগঠনের প্রতিনিধিরা।