মসনদের লড়াইরাজ্যের খবর

অসুস্থ দাঁতাল ঘুরে বেড়াচ্ছে ঝাড়গ্রামের পাড়ায় পাড়ায়

Sick Dantal is roaming in the neighborhood of Jhargram

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : অসুস্থ হয়ে কয়েকদিন ধরে এলাকায় ঘুরছে হাতি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক সংলগ্ন এলাকায়।

জানা যায়, ঝাড়গ্রাম জেলা জুড়ে যখন হাতির তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ। ঠিক তখনই একটি হাতির তাণ্ডবে নাজেহাল হয়ে পড়েছেন সাঁকরাইল ব্লকের মানুষ। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বেশ কয়েক দিন ধরে একটি দলছুট দাঁতাল হাতি অবস্থান করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হাতি টি অসুস্থ। বৃহস্পতিবার রাতে দুর্গাহুড়ি জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার সামনে হয়ে এসে সাঁকরাইল বিট অফিসে প্রবেশ করে। তারপর সোজা পিচ রাস্তা ধরে সাঁকরাইলের কুলটিকরী বাজারে এসে প্রবেশ করে, শুক্রবার ভোর রাতে রাস্তা পুরো নিজের দখলে নেয়। ওই হাতিটি ভোর সকালে কুলটিকরী এলাকার শেষ সীমান্তে প্রবেশ করে।

জানা গেছে, ভোর রাতে কুলটিকরী তে একটি চার চাকার গাড়ি ও মোটরবাইক শুড় দিয়ে ফেলে পা দিয়ে পিষে ভেঙ্গে দেয়। শুক্রবার সকাল থেকে কুলটিকরীর শেষ সীমান্তে হাতি টি অবস্থান করেছে বাঁশ বাগানে। হাতি দেখতে ভিড় করছেন এলাকার মানুষজন। শুক্রবার বেলা বাড়তে অসুস্থ হাতিটিকে দেখতে আসেন খোদ সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত। তাই নিজে দেখতে এলাকায় আসেন এবং হাতিটিকে সুস্থ করে তোলার সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেন তিনি। বনদপ্তর ও প্রশাসন কে ফোন করে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য আবেদন করেন।

Related Articles