মসনদের লড়াইরাজ্যের খবর

ভোটের আবহে অশান্ত রানিনগর! তৃণমূল কর্মীর বাড়ির পিছনে বোমা ফেলার অভিযোগ, কাঠগড়ায় বাম কংগ্রেস জোট

Raninagar is turbulent in the voting climate! Left Congress alliance in Kathgarh accused of throwing bomb behind Trinamool worker's house

The Truth Of Bengal :  রানীনগর থানার মালিবাড়ি-১ অঞ্চলের আমিরাবাদ নিচুপাড়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির পিছনে বোমা ফেলার অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার জোটের।

পিয়ারুল ইসলামের বাড়ির পিছনে বোমা ফেলা হয়। তৃণমূল করার জন্য তার বাড়ির পিছনে বোমা ফেলা হয়। জানা যায়, গতকাল থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। ভোট দিতে যেতে বারণ করছিল জোট কর্মীরা। তারপর আজকে ভোট দিতে যাওয়ায় তার বাড়ির পিছনে বোমা ফেলা হয়। ফলে বিষ্ফোরণ হয়,তবে ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে জানা গিয়েছে। তবে জোটের তরফ থেকে হামলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।

Related Articles