মসনদের লড়াই

lok sabha election 2024: তৃতীয় দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন ৭৩ লক্ষের বেশি ভোটার, কোন কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটার?

lok sabha election 2024: More than 73 lakh voters will exercise their right to vote in the third phase, which center has the most voters

The Truth of Bengal: আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট গ্রহণ হতে চলেছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। এই চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার কোন কেন্দ্রে জানেন? কোন কেন্দ্রেই বা মহিলা ভোটারের সংখ্যা বেশি? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর জানাচ্ছে এই চার লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা  ১৮ লক্ষ ৮৮ হাজার ৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লক্ষ ৬২ হাজার ১৮১ জন। এই কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা  ৯ লক্ষ ২৫ হাজার ৮৮৮জন। এই কেন্দ্রে মোট পোলিং স্টেশন ১ হাজার ৯৩৮টি।

মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৬২ হাজার ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৪৬ হাজার ১৪৫ জন। মহিলা ভোটার সংখ্যা ৯ লক্ষ ১৫ হাজার ৮৩৫ জন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮১২টি।

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৫ হাজার ৩৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ লক্ষ ১৭ হাজার ২৫২ জন। এই কেন্দ্রে মোট মহিলা ভোটার লক্ষ  ৮৮ হাজার ৮৫ জন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ১ হাজার ৮৫১ টি।

মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭ লক্ষ ৮২ হাজার ১৫৯ টি। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৯৯ হাজার ৫২৪ জন। মহিলা ভোটার ৮ লক্ষ ৮২ হাজার ৫৮৭ জন। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন ১ হাজার ৭৫৯। চারটি লোকসভায় মোট ভোটার ৭৩ লক্ষ ৩৭ হাজার ৬৫১ জন। এই চারটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি মহিলা ভোটার রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে।

Related Articles