lok sabha election 2024: মুখ বদলে পর দু-দলই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য সুর বাঁধছে প্রার্থীরা, লোকসভা নির্বাচনে মেদিনীপুর কার দখলে
lok sabha election 2024: Medinipur in the Lok Sabha elections

The Truth of Bengal: মুখ বদল করে বিজেপি ও তৃণমূল কংগ্রেস মেদিনীপুরের লড়াইতে নেমেছে। দু-দলই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য সুর বাঁধছে। দিলীপ ঘোষের বদলে অগ্নিমিত্রা পাল বা মানসরঞ্জন ভুঁইঞার বদলে জুন মালিয়া,কাকে জনতা সমর্থন করবে তাই নিয়ে চায়ের আড্ডা থেকে পাড়ার ঠেক সব জায়গায় চলছে আলোচনা।কেউ আবার বলছেন,এবার বামেদের পুরনো দুর্গে লালব্রিগেড খেলা দেখাতে প্রচারে সাড়া ফেলতে চাইছে ।কেমন চলছে প্রচার,কেমন হচ্ছে রাজনীতির লড়াই ? দেখে নেব গ্রাউন্ড জিরোর ছবিটা।
কথায় বলে, মেদিনীপুরের মাটি সংগ্রামের ঘাঁটি।স্বাধীনতা সংগ্রাম হোক বা রাজনীতির লড়াই সবসময়ই মেদিনীপুর বাংলায় আলোড়ন ফেলেছে। এবার আরও সরগরম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের লড়াই। মাতঙ্গিনী,বিদ্যাসাগরের ভূমিতে রাজনৈতিক সংগ্রাম এখন আলাদা রূপ পেয়েছে। ১৯৫২ থেকে ৭৭ পর্যন্ত এই মেদিনীপুর লোকসভা কংগ্রেসের দখলে ছিল। ১৯৯৬থেকে ২০০৯ পর্যন্ত এই কেন্দ্রের দখল নেয় বামেরা। একসময় ইন্দ্রজিত গুপ্ত এখান থেকেই সংসদে যান। হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। এরপর উনিশে এই কেন্দ্রের দখল নেয় বিজেপি,সাংসদ হন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষকে তাঁর দল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। লড়তে নামিয়েছে অগ্নিমিত্রা পালকে।প্রার্থী বদলের মাঝে দুই মহিলা প্রার্থীর লড়াই নিয়ে কিভাবে দেখছে বিজেপি ?
সনাতনী সুরে এবারও মেদিনীপুর দখলে রাখার স্বপ্নে বুঁদ বিজেপি নেতারা।তৃণমূল কংগ্রেসও তাঁদের টক্কর দেওয়ার জন্য মাঠ ছাড়ছে না।মাটি কামড়ে ভোটযুদ্ধে নেমেছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।তৃণমূলের তোপ,দিলীপ ঘোষ ব্যর্থ হওয়ায় প্রার্থী বদল করেছে বিজেপি।তবে তাতেও শেষরক্ষা হবে না।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটের তথ্য
মেদিনীপুর লোকসভায় রয়েছে ৭ বিধানসভা
খড়্গপুর,খড়্গপুর সদর,কেশিয়াড়ি,নারায়ণগড়
এগরা ও দাঁতন বিধানসভা কেন্দ্র
মোট ভোটার ১৬,৭২,৩৭৯
পুরুষ ভোটার-৮,৪৬,৪০৯
মহিলা ভোটার-৮,২৫,৯৫৪
২০২১ সালে ৭ বিধানসভার মধ্যে ৬টি তৃণমূল ও একটিতে বিজেপি জিতেছিল।নীচের তলায় রাজনীতির অঙ্ক বদলে যাওয়ায় বিজেপি কী ময়দানে মুখবদল করল ? সেই প্রশ্ন বড় করে তুলছে বামেরাও।পাশাপাশি লালশিবির কটাক্ষ করছে,দুই শিবিরকেই। বাম বা বিজেপি নয়,উন্নয়নের রাজনীতিই জিতিয়ে আনবে তাঁদের।অঙ্ক কষে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। ২০১৪ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সন্ধ্যা রায় ৪৭ শতাংশ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের প্রবোধ পাণ্ডা পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট। ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। তিনি ৪৮.৬২ শতাংশ ভোট পেয়েছিলেন। আর তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া ৪৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।
২০১৯-এর লোকসভার ভোটের ফলাফল
বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৬,৮৫,৪৩৩ভোট
তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৫,৯৬,৪৮১ ভোট
সিপিআই প্রার্থী পেয়েছিলেন ৬২,৩১৯ ভোট
এখন, একুশের বিধানসভার ফলাফলের নিরিখে চব্বিশের ফলাফল স্পষ্ট হবে না, অন্য কিছু ঘটবে, তারই উত্তর খুঁজছে মেদিনীপুরের মানুষ।