
The Truth Of Bengal : আজ বঙ্গে তৃতীয় দফায় ভোট। রাজ্যেও চার আসনে ভোট রয়েছে— মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। এই পরিস্থিতিতে তিন আসনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি সভা করবেন পুরুলিয়ায়। এখানে বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো। মমতার দ্বিতীয় সভা রয়েছে বিষ্ণুপুরে। সেখানে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের লড়াই বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে। এরপর তৃতীয় সভা রয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।