নজরে জয়নগর লক্ষ্যভেদ, ঘাসফুলের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রে বদলের চেষ্টায় মরিয়া বিজেপি
Loksbha Election 2024: Jaynagar

The Truth Of Bengal: জয়নগর হাতে রাখতে তৃণমূলের মতোই বিজেপিও জোরদার টক্করে নেমেছে।উনিশে অশোক কাণ্ডারিকে হারিয়ে জয়ী হয়েছিলেন প্রতিমা মণ্ডল।এবারও দুই প্রার্থী লড়ছেন।জমি না ছাড়ার পণ করে ভোটের ময়দানে রয়েছেন দুজনেই। মোয়ার জন্য বিখ্যাত জয়নগরে এখন রাজনীতির মিষ্টি লড়াই আসলে মাঠে-ময়দানে ছড়িয়ে গেছে। ১জুনের গণতন্ত্রের পরীক্ষায় জনতার মার্কশিট মেলার আগেই এই রঙিন প্রচার আলাদা সাড়া ফেলছে।
মোয়ার জন্য বিখ্যাত জয়নগর। রাজ্যের ১৯ নম্বর লোকসভা কেন্দ্র এটি। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত।চব্বিশের লোকসভার যুদ্ধে সবপক্ষের প্রচারে সরগরম দক্ষিণ ২৪পরগনার প্রান্তিক এলাকা। ১৯৬২তে লোকসভা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে জয়নগর। প্রথম দিকে কংগ্রেসের দাপট থাকলেও, পরবর্তীকালে বামেদের শক্ত ঘাঁটি ছিল এই লোকসভায়। ১৯৮০ থেকে ২০০৪ পর্যন্ত নির্বাচনে জয়লাভ করেছিল আরএসপি। টানা ৮বার জিতেছিলেন সনৎ কুমার মণ্ডল। কিন্তু ২০০৯ সালে পরিবর্তন হয় জয়নগর লোকসভা কেন্দ্রে। তৃণমূল সমর্থিত প্রার্থী তরুণ মণ্ডলকে জয়ী করে।চোদ্দোয় একলা লড়ে এই জয়নগরে জয় পায় তৃণমূল কংগ্রেস। তারপর থেকে ঘাসফুলের নিয়ন্ত্রণে থাকা এই কেন্দ্রে বদলের জন্য বিজেপি চেষ্টা করেও পারেনি।এবার কতটা তাঁরা কনফিডেন্ট ? জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ?
বিজেপির কথায় কান না দিয়ে তৃণমূলের জয়ের লক্ষ্যে জনপথে হাঁটছেন প্রতিমা মণ্ডল।
- একনজরে জয়নগর সংরক্ষিত লোকসভা কেন্দ্র
- লোকসভায় ৭টি বিধানসভা কেন্দ্র
- গোসাবা,বাসন্তী,কুলতলি,জয়নগর,
- ক্যানিং পশ্চিম,ক্যানিং পূর্ব,মগরাহাট পূর্ব
- পুরুষ ভোটার-৮,৪৬,২১৭
- মহিলা ভোটের-৮,০১,৪৮৮
- মোট ভোটার ১৬,৪৭,৭৬২
২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রতিমা মণ্ডলের উপরই আস্থা রেখেছিল তৃণমূল। বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও, মূলত লড়াই হয়েছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। অশোক কাণ্ডারীকে ৩ লাখের বেশি ভোটে হারিয়ে আবার সংসদে গিয়েছিলেন প্রতিমা মণ্ডল। ৭,৬১,২০৬ ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। মোট ভোটের ৫৬.১৩ শতাংশ পান তিনি। অন্যদিকে, বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৪,৪৪,৪২৭ ভোট,মোট ভোটের ৩২.৭৭। তৃতীয় স্থানে নেমে গিয়েছিলেন আরএসপি প্রার্থী সুভাষ নস্কর।লড়াইতে নেমেছে আইএসএফ।তাঁদের প্রার্থী মেঘনাদ হালদার।
এবারও অন্যান্য দল থাকলেও রাজনৈতিক প্রভাবের দিক থেকে এগিয়ে বিজেপি আর তৃণমূল।দেখে নেওয়া যাক ২০১৯-এর ভোটের ফলাফলের দিকে।
- তৃণমূল প্রার্থী পান ৭লক্ষ ৬১হাজারের বেশি ভোট
- বিজেপি প্রার্থী পান ৪লক্ষ ৪৪হাজারের বেশি ভোট
- আরএসপি প্রার্থী পান ৬৭হাজার ৯১৩ভোট
- এসইউসিআই প্রার্থী ৩৮হাজারের বেশি ভোট
- কংগ্রেস প্রার্থী পান ১৮হাজারের বেশি ভোট
তাই উনিশের ভোটের এই চিত্র এবার চব্বিশে পরিবর্তন করতে সব শিবিরই প্রচারে নামছে।লক্ষ্য একটাই জয়নগরে লক্ষ্যভেদ করা।