Lok Shobha Election 2024 :ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে শুভেন্দুর জনসভা
Lok Shobha Election 2024 : Subvendu rally in support of BJP candidate from Ghatal Hiran Chatterjee
The Truth Of Bengal ,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: ২০২১ সালে যখন উনি জিতে ছিলেন বিধানসভায় তখন ইভিএম সব ঠিক ছিল। আর এখন লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় উনি ইভিএম হ্যাক করার কথা বলছেন। এমনি বৃহস্পতিবার বিকেলে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সমর্থনে মাদপুরে জনসভায় এসে বললেন শুভেন্দু অধিকারী।
জনসভার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আইপিএস, আইএস অফিসারদের উনিই চালাচ্ছেন। রাজিব কুমার, বিনীত গোয়েলদের এবং সমস্ত জেলার এসপিদের উনিই চালাচ্ছেন। তাদের সঙ্গে কথাও হচ্ছে উনার। বীণাপাণি দেবী নমস্য। তার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়, মতুয়া সম্প্রদায় তার জবাব দেবে।
কুনালের মুখে শুভেন্দুর প্রশংসা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান , কুনাল ঘোষ সম্পর্কে আমার অবস্থান পরিবর্তন হয়েছে এমনটা মনে করার কোন কারণ নেই। তবে আমার এবং আমার পরিবারকে উনি যে আক্রমণ করেছেন। সেই আক্রমণ কি উনি ব্যক্তিগতভাবে করেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখে দেওয়া স্ক্রিপ পাঠ করেছেন সেটা আগে স্পষ্ট করতে উনাকে।