Lok Sabha Election 2024: ভোট প্রচারে গিয়ে বসন্ত উৎসবে সামিল জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী
Lok Sabha Election 2024: Trinamool candidate of Jalpaiguri participated in the spring festival while campaigning

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- ভোট প্রচারে গিয়ে বসন্ত উৎসবে সামিল হলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভার ছটা ফাপড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় কে সঙ্গে নিয়ে বসন্ত উৎসব পালিত হলো।
রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়েছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ছোটা পাপড়িতে। সেই ভোট প্রচারে বেরিয়ে বসন্ত উৎসবের শামিল হলেন প্রার্থী। প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়, তৃণমূল নেতা দেবাশীষ প্রামানিক সহ অনেকে। আবির খেলে বসন্ত উৎসব পালিত করার সাথে সাথে ভোট প্রচার করলেন নির্মল চন্দ্র রায়।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় জানান, “রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়েছিলাম জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অধিন ছোটা ফাপরি গ্রামে। সেখানে তৃণমূল কর্মীরা বসন্ত উৎসবের আয়োজন করেছিল। সেই উৎসবে শামিল হয়ে সকলের সাথে ভাব বিনিময় করা হলো। সাথে ভোটের প্রচার করতে ব্যস্ত হয়ে গেলাম। খুব ভালো লাগল ভোটের প্রচারে এসে বসন্ত উৎসব পেয়ে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় জানান সোমবার দোল উৎসব। তার আগেই বসন্ত উৎসবের আয়োজন করা হয় ছোটা ফাপড়ি গ্রামে। সেই গ্রামে লোকসভা ভোটের প্রচার করতে আসা হয়েছিল প্রার্থীকে নিয়ে। সেই ভোটের প্রচারের মধ্যে বসন্ত উৎসবের শামিল হয়েছিলাম আমরা সকলে। প্রার্থীর সাথে সাথে সকল কে আবীর মাখিয়ে বসন্ত উৎসব পালন করা হলো।