মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী

Lok Sabha Election 2024 : Trinamool candidate for Jhargram Lok Sabha constituency in last minute campaign before election

The Truth Of Bengal : দেবব্রত বাগ- ঝাড়গ্রাম :  সাঁওতাল সমাজের স্বাধীনতা সংগ্রামী তিলকা মাঝির মূর্তিতে মাল্য দান করে প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী আগামী ২৫ শে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে। তাই লোকসভা ভোটের আগে প্রচারে ফাঁকি দিতে নারাজ তৃণমূল প্রার্থী সহ তৃণমূলের নেতাকর্মীরা। জেলা জুড়ে জোর কদমে প্রচার। ঠিক সেই মত বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নম্বরে ওয়ার্ডে সাঁওতাল সমাজের স্বাধীনতা সংগ্রামী তিলকা মাঝির মূর্তিতে মাল্য দান করেন কালীপদ। এবং সেখানে উপস্থিত ছিলেন তিলকা মাঝি ক্লাবের সদস্যরা।

এদিন প্রথমে এই কর্মসূচি শেষ করে। ঝাড়গ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে চা চক্র ও বাড়ি বাড়ি প্রচার করেন প্রার্থী কালীপদ সরেন। এদিন এই প্রচারে উপস্থিত ছিলেন এলাকার নেতা কর্মী থেকে শুরু করে এলাকার জনগণ। এর পাশাপশি এদিন ৩ ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি করেন প্রার্থী কালীপদ সরেন। পাশাপশি এদিন ওই ওয়ার্ডে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না তা মানুষের কাছে জানার চেষ্টা করেন প্রার্থী। এর পাশাপাশি ঝাড়গ্রাম সবজি বাজার এলাকায় জনসংযোগ করেন প্রার্থী। এদিনের মানুষের উৎসাহ দেখা বোঝা যায় সাধারণ মানুষ তৃণমূলের প্রার্থী কালীপদ সরেন কে সাদরে গ্রহণ করেছেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সব প্রচার দেখে বলাই যায় বিজেপি ঝাড়গ্রামে প্রচারে অনেকটাই পিছিয়ে।

Related Articles