মসনদের লড়াই
Lok Sabha Election 2024 : কাস্তে হাতে চাষের মাঠে TMC প্রার্থী
Lok Sabha Election 2024 : TMC candidate in the field of cultivation with sickle

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : ভোটের দিন যতই এগিয়ে আসছে জোর কদমে প্রচার সারছেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ। পঞ্চম দফায় ভোট অর্থাৎ ২০ মে আরামবাগ লোকসভার ভোট। তাই কৃষকদের সাথে মাঠে নেমে প্রচার সারছেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ।
আজ তথা শুক্রবার আরামবাগের বিভিন্ন এলাকায় প্রচার সারেন মিতালী বাগ। পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে প্রচার করেন তিনি। পাশাপাশি কৃষকদের মাঝে কাস্তে হাতে বাদাম চাষে পরিষ্কার করতে দেখা গেলো আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগকে। ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রচারে কোনো খামতি রাখছেন না তিনি।
পাশাপাশি প্রচারে বেরিয়ে নতুন নতুন চমক দিচ্ছেন তিনি। এমনকি গান গেয়ে মানুষের মন জয় করার চেষ্টাও দেখা গেছে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগকে।