মসনদের লড়াই
Lok Sabha Election 2024 : দেবকে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় সৌগত ও সায়ন্তিকার
Lok Sabha Election 2024 : Storm Saugata and Sayantikar in last minute campaign about Dev

The Truth Of Bengal : ভোট প্রচারের শেষ দিনে বরানগর বঙ্গলক্ষীর মোড় থেকে আলমবাজর পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায় ও বরানগর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচারে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করেএলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নমস্কার করে সৌগত রায় ও সায়ন্তিকা ব্যানার্জির জন্য ভোট প্রার্থনা করলেন দেব।
চলছে লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচার পর্ব। আর এই শেষ দফায় এসেও কোনও রাজনৈতিক নেতারা বা নেত্রীরা যে ক্লান্ত হয়ে পড়েছেন তা কিন্তু একেবারেই নয়। বরং এই শেষ বেলায় এসেও যেন আরও সতেজ হয়ে প্রচার পর্ব চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা। কেউ এক চুলও জমি ছাড়তে নারাজ।