মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : প্রচারে মহাগুরু, কার প্রচারে পা মেলালেন মিঠুন?

Lok Sabha Election 2024 : Mahaguru campaign, whose campaign did Mithun join?

The Truth Of Bengal : সুদীপ রায় – মুর্শিদাবাদ :  মুর্শিদাবাদের 11 নাম্বার লোকসভার বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এর প্রচারে আসলেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। জিয়াগঞ্জ এর বাগদহরার মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার সারলেন।

কখনো হাত নেড়ে আবারো কখনো সময় সময়ে বাজনার সাথে তালে তাল মিলিয়ে নেচে জনসংযোগ করন তিনি। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুল পরিমাণের মানুষের সাড়া লক্ষ্য করা গেল। রাস্তার দু পাশে উপচে পড়া ভিড়ের সাথে প্রচুর সংখ্যক বিজেপির কর্মীরা এই মিছিল অংশগ্রহণ করেছিল।

Related Articles