মসনদের লড়াই

Lok Sabha Election 2024: জলপাইগুড়িতে মনোনয়ন পত্র জমার পর মহা মিছিল বিজেপির প্রার্থীর

Lok Sabha Election 2024 : Grand procession of BJP candidates after filing nomination papers in Jalpaiguri

The Truth Of Bengal: জলপাইগুড়ি : কল্যাণ চন্দ – বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়ের মনোনয়ন পত্র জমা উপলক্ষে শহরের মিলন সংঘ ক্লাবের মাঠ থেকে একটি মহা মিছিল DM অফিস উদ্দেশ্যে রওনা হয়।

এই মহা মিছিলে পা মিলিয়েছে মতুয়া, আদিবাসি, রাজবংশী সহ সব সম্প্রদায়ের মানুষ। বেশ কিছু দিন হল টানাপোড়ন চলছিল জলপাইগুড়ি আসনে বিজেপির প্রার্থী কে হবে। সেই জল্পনা উড়িয়ে অবশেষে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয় আগেরবারের জয়ী জয়ন্ত রায়কে। দুদিন দোলযাত্রা থাকার কারণে মনোনয়নপত্র জমা করেনি। অবশেষে বুধবার প্রচুর কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা করতে গেলেন জয়ন্ত রায়।

[ আরও পড়ুন ঃ

জন্মদিনের দিন কোথায় কাটান দক্ষিণী সুপারস্টার রামচরণ তেজা ?

জন্মদিনের দিন কোথায় কাটান দক্ষিণী সুপারস্টার রামচরণ তেজা ?

]

মনোনয়নপত্র জমা করার পর জয়ন্ত রায় জানান, “কর্মীদের উৎসাহ ছিল ব্যপক। আগের বারের চেয়ে বেশি ব্যবধানে জয়লাভ করব আশা রাখছি। আজ থেকে প্রচার শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কর্মীরা মাঠে ময়দানে নেমে পড়েছে প্রচারে।” নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার শুরু করা হয়েছিল। বুধবার থেকে ভোটের প্রচার আরো বেশি হবে। সকাল থেকেই বিজেপি কর্মীরা একত্রিত হয়েছিল জলপাইগুড়ি শহরে। বিভিন্ন ঢাক ঢোল বাজিয়ে মিছিলে যোগ দিয়েছিল কর্মীরা। কর্মীদের উৎসাহ দেখে উৎসাহিত সকলে।

Related Articles